Ad Code

ক্রোমোজোম ও জিনের সমান্তরালতা | Parallelism between Chromosome and gene

 ক্রোমোজোম ও জিনের সমান্তরাল আচরণ :

(1) জোড়ায় জোড়ায় অবস্থান : ডিপ্লয়েড জীবের দেহকোশ ও জননমাতৃকোশের নিউক্লিয়াসে ক্রোমোজোম দুটি সেটে (সমসংস্থ ক্রোমোজোম রূপে অর্থাৎ 2n) এবং দুই সেট ক্রোমোজোমে বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনও জোড়ায় জোড়ায় (অ্যালিলরূপে) অবস্থান করে।

(2) পৃথকীকরণ : গ্যামেট উৎপাদনের সময় জননমাতৃকোশের দুটি সেট ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং একটি সেট (n) রূপে গ্যামেটে প্রবেশ করে। এক্ষেত্রে যুগ্ম জিনও পরস্পর থেকে পৃথক হয়ে একক জিন বা অ্যালিল রূপে গ্যামেটে অবস্থান করে।

(3) পুনরায় জোড়বদ্ধকরণ : নিষেকের পর দুটি গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট গঠিত হয়, তাতে পুনরায় ক্রোমোজোম দুটি সেটে ও জিনও যুগ্মভাবে উপস্থিত থাকে। অর্থাৎ জাইগোটে ডিপ্লয়েড (2n) দশার পুনরাবৃত্তি ঘটে।

(4) স্বাধীনবিন্যাস : মিয়োসিস কোশ বিভাজনের দ্বারা গ্যামেট গঠনকালে সমসংস্থ ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে জেনেটিক খণ্ডের আদানপ্রদান (ক্রসিংওভার ও পুনঃসংযুক্তি ঘটে। ফলে একটি জিন অপর যে-কোনো জিনের সঙ্গে স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয় ।

(5) স্বতন্ত্রতা বজায় রাখা: ডিপ্লয়েড (2n) জীবকোশে ক্রোমোজোম ও জিন জোড়া কখনোই একে অপরের সঙ্গে মিশে যায় না। এরা সবসময়ই স্বতন্ত্রতা বজায় রাখে।

(6) পরিব্যক্তি বা মিউটেশন : ক্রোমোজোম এবং জিন উভয়ের ক্ষেত্রেই পরিব্যক্তি বা মিউটেশনের ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments

Close Menu