রেখা (Line) : যে কোনো দুটি তলের মিলনস্থল এবং যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই, তাকে রেখা বলে।
A <-------------------------------------> B
রেখাংশ (Line Segment) : কোনো সরল রেখার অংশকে বলা হয় রেখাংশ।
অন্যভাবে বলা যায় দুটি নির্দিষ্ট বিন্দুকে স্কেল দ্বারা যোগ করলে একটি রেখাংশ পাওয়া যায়।
X ---------------------------------------- Y
চিত্রে X ও Y দুটি বিন্দু যুক্ত করে রেখাংশ পাওয়া গেছে। X ও Y বিন্দু দুটিকে প্রান্ত বিন্দু বলা হয়।
রশ্মি (Ray) : কোনো রেখার একটি প্রান্ত বিন্দু নির্দিষ্ট এবং অন্য প্রান্ত দিক পরিবর্তন না করে বিস্তৃত হলে, তাকে রশ্মি।
P ------------------------->
(নির্দিষ্ট প্রান্ত বিন্দু)
0 Comments