Ad Code

পিউরিন ও পিরি মিডিনের পার্থক্য

বিষয় পিউরিন (Purine) পিরিমিডিন (Pyrimidine)
গঠন দুটি বলয় যুক্ত N2 বেস একটি বলয় যুক্ত N2 বেস
আনবিক ভর অপেক্ষাকৃত বেশি অপেক্ষাকৃত কম
নাইট্রোজেনের সংখ্যা চারটি ( 1, 3, 7, 9 নম্বর কার্বনে) দুটি ( 1, 3, নম্বর কার্বনে)
প্রকারভেদ দুই প্রকারের। অ্যাডেনিন (A), গুয়ানিন (G) তিন প্রকারের। সাইটোসিন (C), থাইমিন (T), ইউরাসিল (U)
নিউক্লিক অ্যাসিডে অবস্থান অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) DNA এবং RNA উভয়েই উপস্থিত থাকে। DNA তে থাইমিন ও সাইটোসিন এবং RNA তে ইউরাসিল ও সাইটোসিন থাকে।
উৎপন্ন বস্তু বিপাক ক্রিয়ার ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় বিপাক ক্রিয়ার ফলে বিটা অ্যামিনো অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া উৎপন্ন হয়।

Post a Comment

0 Comments

Close Menu