Ad Code

প্রচ্ছায়া ও উপচ্ছায়ার পার্থক্য | Difference between Umbra and Penumbra

বিষয় প্রচ্ছায়া(Umbra) উপচ্ছায়া(Penumbra)
সংজ্ঞা বিস্তৃত আলোক উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয়, তার মাঝের গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকে প্রচ্ছায়া বলে। বিস্তৃত আলোক উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয়, তার প্রচ্ছায়াকে ঘিরে থাকা অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন অংশকে উপচ্ছায়া বলে।
উৎসের দৃশ্যমানতা প্রচ্ছায়া অংশ থেকে আলোক উৎসের কোনো অংশকে একেবারেই দেখা যায় না উপচ্ছায়া অংশ থেকে আলোক উৎসকে আংশিকভাবে দেখা যায়
বিস্তৃতি আলোক উৎসের তুলনায় অস্বচ্ছ বস্তুর আকৃতি ছোটো হলে প্রচ্ছায়া অংশের ক্ষেত্রফল উপচ্ছায়ার তুলনায় কম হয়। উৎস অপেক্ষা অস্বচ্ছ বস্তু আকৃতিতে ছোটো হলে উপচ্ছায়া অংশের ক্ষেত্রফলপ্রচ্ছায়ার তুলনায় বেশি

Post a Comment

0 Comments

Close Menu