Ad Code

সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়

 সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো

ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড যৌগ গুলিকে ক্ষারক বলে। এই সব ক্ষারক এর মধ্যে আবার যেগুলি জলে দ্রাব্য তাদের বলে ক্ষার। কাজেই যে সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না তারা ক্ষারক হলেও ক্ষার নয়। তাই বলা যায় সব ক্ষার ই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়।



Post a Comment

0 Comments

Close Menu