Ad Code

পরিবহন, পরিচলন ও বিকিরনের পার্থক্য |

পরিবহন পরিচলন বিকিরন
এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন নেই। এই পদ্ধতিতে মাধ্যম ছাড়াও তাপ সঞ্চালন হতে পারে
এই পদ্ধতিতে তাপ মাধ্যমকে উত্তপ্ত করে এই পদ্ধতিতে তাপ মাধ্যমকে উত্তপ্ত করে এই পদ্ধতিতে তাপ মাধ্যমকে উত্তপ্ত খরে না
এই পদ্ধতিতে তাপ সঞ্চালন ধীর গতিতে হয় এই পদ্ধতিতে তাপ সঞ্চালন ধীর গতিতে হয় এই পদ্ধতিতে তাপ দ্রুত সঞ্চালিত হয়
এই পদ্ধতিতে মাধ্যমের অনুগুলির কোনো স্থানচ্যুতি হয় না এই পদ্ধতিতে মাধ্যমের অনুগুলির স্থান পরিবর্তনের সাহায্যে তাপের সঞ্চালন হয় এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য যেহেতু কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, তাই মাধ্যমের অনুগুলির স্থানচ্যুতির কোনো প্রশ্ন ওঠে না।
এই পদ্ধতিতে তাপ সরল অথবা বক্র যে কোনো পথে চলে এই পদ্ধতিতে তাপ সরল অথবা বক্র যে কোনো পথে চলে এই পদ্ধতিতে তাপ সরলরেখা বরাবর চলে।
কঠিন, তরল বা গ্যাসীয় সকল মাধ্যমেই এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালন সবচেয়ে বেশি হয় তরল ও গ্যাসে এই প্রনালীতে তাপ সঞ্চালন হয়। কিন্তু কঠিন মাধ্যমে হয় না। তাপ ভেদ্য মাধ্যমে এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। কিন্তু অভেদ্য মাধ্যমে হয় না

Post a Comment

0 Comments

Close Menu