Ad Code

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্কুটনির রেজাল্ট

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্কুটনির রেজাল্ট



 আজ, মঙ্গলবার(27/07/2022) দুপুরে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের রিভিউ-স্ক্রুটিনির(PPR ও PPS) ফল প্রকাশিত হল। 

কিভাবে দেখা যাবে রিভিউ রেজাল্ট ?

দুপুর তিনটের পর মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল  দেখা যাবে নিম্নলিখিত ওয়েব সাইট গুলোতে

www.exametc.com,

www.results.shiksha 

 www.indiaresults.com

কি কি ডকুমেন্ট লাগবে ?

Roll number ও

Date of birth


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এ বার ৫১,৫১৯ জন ছাত্রছাত্রী মোট ৯৩,৫৮৫ টি বিষয়ে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন জানায়। তার মধ্যে ১৮ হাজার ছাত্রছাত্রীর নম্বর বেড়েছে। কয়েকজন পড়ুয়ার মোট প্রাপ্ত নম্বর ২০-রও বেশি বেড়েছে। তবে আবেদনকারী ৮০ শতাংশ ছাত্রছাত্রীরই ১-৫ নম্বরের হেরফের হয়েছে। বাকিদের নম্বর বেড়েছে ৬ থেকে ২০-র মধ্যে । অধিকাংশের হেরফের অবশ্য ৬-১০ নম্বরের। মূলত, প্রশ্নপত্রের পার্ট ওয়ান ও পার্ট টু-র নম্বর যোগ করতে ভুল হয়েছে বলেই হাতেগোনা ক'জনের ১১-২০ বা তারও বেশি নম্বর বেড়েছে বলে খবর।




Post a Comment

0 Comments

Close Menu