বিষয় |
বসতি(Habitat) |
নিচ(Niche) |
প্রকৃতি |
যে স্থানে জীব বসবাস করে, সেই স্থানকে ওই জীবের বসতি বলে। |
জীবের বাসস্থানে জীবের কার্যকরী ভূমিকাকে নিচ বলে। |
প্রজাতির সংখ্যা |
একটি বাসস্থানে একাধিক প্রজাতি থাকতে পারে। |
একটি নিচে একটি প্রজাতি থাকে। |
পরিবেশীয় শর্ত |
একাধিক পরিবেশীয় শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় |
বাসস্থানের জড় উপাদান ও জীবের আন্তঃক্রিয়া দ্বারা নিচ নিয়ন্ত্রিত হয় |
গুরুত্ব |
বসতি হল জীবের ক্রিয়া সম্পাদনের স্থান |
নিচ হল জীবের জীবিকা বা পেশা |
স্থায়িত্ব |
জীবেদের বসতি সাধারনত স্থায়ী হয় |
পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর ও সময়ের সাপেক্ষে নিচ এর পরিবর্তন ঘটতে পারে |
প্রকারভেদ |
বসতি সাধারনত 2 প্রকারের হয়- স্থলজ ও জলজ |
নিচ বিভিন্ন প্রকারের হয় - ট্রফিক নিচ, রিয়েলাইজড নিচ, স্পেশিয়াল নিচ, ফান্ডামেন্টাল নিচ, বহুমাত্রিক নিচ |
উপবিভাগ |
বসতির একাধিক উপবিভাগ থাকে |
নিচের কোনো উপবিভাগ নেই |
0 Comments