Ad Code

হ্যাবিট্যাট ও নিচ এর পার্থক্য | difference between habitat and niche

বিষয় বসতি(Habitat) নিচ(Niche)
প্রকৃতি যে স্থানে জীব বসবাস করে, সেই স্থানকে ওই জীবের বসতি বলে। জীবের বাসস্থানে জীবের কার্যকরী ভূমিকাকে নিচ বলে।
প্রজাতির সংখ্যা একটি বাসস্থানে একাধিক প্রজাতি থাকতে পারে। একটি নিচে একটি প্রজাতি থাকে।
পরিবেশীয় শর্ত একাধিক পরিবেশীয় শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় বাসস্থানের জড় উপাদান ও জীবের আন্তঃক্রিয়া দ্বারা নিচ নিয়ন্ত্রিত হয়
গুরুত্ব বসতি হল জীবের ক্রিয়া সম্পাদনের স্থান নিচ হল জীবের জীবিকা বা পেশা
স্থায়িত্ব জীবেদের বসতি সাধারনত স্থায়ী হয় পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর ও সময়ের সাপেক্ষে নিচ এর পরিবর্তন ঘটতে পারে
প্রকারভেদ বসতি সাধারনত 2 প্রকারের হয়- স্থলজ ও জলজ নিচ বিভিন্ন প্রকারের হয় - ট্রফিক নিচ, রিয়েলাইজড নিচ, স্পেশিয়াল নিচ, ফান্ডামেন্টাল নিচ, বহুমাত্রিক নিচ
উপবিভাগ বসতির একাধিক উপবিভাগ থাকে নিচের কোনো উপবিভাগ নেই

Post a Comment

0 Comments

Close Menu