Ad Code

অট্ইকোলজি ও সিনইকোলজির পার্থক্য কি

বিষয় অট্ইকোলজি (Autecology) সিনইকোলজি(Synecology)
সংজ্ঞা নির্দিষ্ট পরিবেশে একটি প্রজাতির জীবগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয় একটি নির্দিষ্ট পরিবেশে একাধিক প্রজাতির জীবগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয় ও
পারস্পরিক সম্পর্ক একটি প্রজাতির জীবগুলির পারস্পরিক সম্পর্ক ও তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক সম্বন্ধে ধারনা পাওয়া যায় একাদশে প্রজাতির জীবগুলির নিজেদের মধ্যে এবং পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক সম্বন্ধে ধারনা পাওয়া যায়
গঠন এই শাখা তুলনামূলকভাবে সরল এই শাখা তুলনামূলকভাবে জটিল
বাস্তুবিদ্যার ধরন এটি পপুলেশন ইকোলজি এটি কমিউনিটি ইকোলজি

Post a Comment

0 Comments

Close Menu