বিষয় |
অট্ইকোলজি (Autecology) |
সিনইকোলজি(Synecology) |
সংজ্ঞা |
নির্দিষ্ট পরিবেশে একটি প্রজাতির জীবগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয় |
একটি নির্দিষ্ট পরিবেশে একাধিক প্রজাতির জীবগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয় ও |
পারস্পরিক সম্পর্ক |
একটি প্রজাতির জীবগুলির পারস্পরিক সম্পর্ক ও তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক সম্বন্ধে ধারনা পাওয়া যায় |
একাদশে প্রজাতির জীবগুলির নিজেদের মধ্যে এবং পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক সম্বন্ধে ধারনা পাওয়া যায় |
গঠন |
এই শাখা তুলনামূলকভাবে সরল |
এই শাখা তুলনামূলকভাবে জটিল |
বাস্তুবিদ্যার ধরন |
এটি পপুলেশন ইকোলজি |
এটি কমিউনিটি ইকোলজি |
0 Comments