Ad Code

গ্যাস ও বাষ্পের পার্থক্য | didderence between Gas and Vapour

বিষয় গ্যাস (Gas) বাষ্প (Vapour)
সংজ্ঞা কোনো বায়বীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতা অপেক্ষা বেশি হলে তাকে গ্যাস বলে। যেমন - হাইড্রোজেন গ্যাস কোনো বায়বীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতা অপেক্ষা কম থাকলে তাকে বাষ্প বলে। যেমন - জলীয় বাষ্প
চাপের প্রভাব গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিনত করা যায় না বাষ্পকে সহজেই চাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করা যায়

Post a Comment

0 Comments

Close Menu