2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়ন(IAU) প্রদত্ত সংজ্ঞা অনুসারে -
১| যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই,
২|যাদের একটি নির্দিষ্ট কক্ষপথ আছে এবং সৌরজগতে সূর্য কে কেন্দ্র করে অবিরাম ঘুরছে,
৩| যা পর্যাপ্ত ভর যুক্ত, যা তার উদস্থৈতিক ভারসাম্য বজায় রাখতে ও প্রায় গোলাকার আকৃতি পাওয়ায় জন্য যথেষ্ট,
৪| যারা নিজেদের কক্ষপথের সন্নিহিত অঞ্চল থেকে অন্য সব মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে, তাদের কুলীন গ্রহ বলে।
বর্তমান সৌরজগতে মোট ৮ টি কুলীন গ্রহ আছে। এরা আবার দু প্রকার -
১। অন্তঃস্থ গ্রহ - বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল
২। বহিস্থ গ্রহ - বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
0 Comments