| বিষয় | ক্যাটায়ন (Cation) | অ্যানায়ন (Anion) |
|---|---|---|
| উৎপত্তি | পরমানুর বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়ে ক্যাটায়ন উৎপন্ন হয় | পরমাণুর বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গৃহীত হলে অ্যানায়ন উৎপন্ন হয় |
| আধানের প্রকৃতি | ক্যাটায়ন ধনাত্মক তড়িৎ যুক্ত | অ্যানায়ন ঋনাত্মক তড়িৎ যুক্ত |
| উৎস | ধ্তব পদার্থগুলি ক্যাটায়ন গঠন করে | অধাতব পদার্থগুলি অ্যানায়ন গঠন করে |
| উদাহরণ | Ca ------> Ca2+ | F ------> F |
0 Comments