Ad Code

অঙ্গজ প্রোপাগিউল | Vegetative Propagules

যে উদ্ভিদ দেহাংশ থেকে অঙ্গজ জননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি হয়, তাদের অঙ্গজ প্রোপাগিউল বা Vegetative Propagules বলে। 

যে দেহাংশ থেকে উদ্ভিদ সৃষ্টি হয় তাতে এক বা একাধিক মুকুল উপস্থিত থাকে। যেমন - মূল, কান্ড, পাতা। 

পাতা ও মূলের ক্ষেত্রে মুকুলগুলি অস্থানিক প্রকৃতির হয়।

Post a Comment

0 Comments

Close Menu