Ad Code

একক | এককের প্রয়োজনীয়তা | এককের প্রকারভেদ

  একক (Unit) :- কোনো ভৌতরাশি পরিমাপ করার সময় ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ (Standard) হিসেবে ধরতে হয়। তারপর প্রদত্ত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মাপের কত গুণ বা অংশ তা মাপা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকেই ওই ভৌতরাশিটির একক বলে।

এককের প্রয়োজনীয়তা :-

(i) প্রত্যেক ভৌতরাশি পরিমাপের জন্য একক অবশ্য প্রয়োজন। একক ছাড়া পরিমাপ অর্থহীন। যেমন— কোনো ছাত্রের দৈর্ঘ্য 2 বলা অর্থহীন। কিন্তু, যদি বলা হয় ছাত্রটির দৈর্ঘ্য 2 মিটার, তবে তার উচ্চতা সম্পর্কেসঠিক ধারণা হয়।

(ii) বিভিন্ন ভৌতরাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন।

এককের প্রকারভেদ :- একক কে দুভাগে ভাগ করা যায়। যথাক্রমে - 

১. প্রাথমিক একক

২. লব্ধ একক


Post a Comment

0 Comments

Close Menu