Ad Code

মাধ্যমিক ২০২২ রেজাল্ট ৩ রা জুন

 


শীঘ্রই প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আজ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল যে আগামী ৩ রা জুন মাধ্যমিক ২০২২ রেজাল্ট প্রকাশিত হবে।  পর্ষদ অফিসিয়ালি নোটিশ জারি করে এমনটাই জানালেন। আগামী ৩ রা জুন সকাল ৯ টায় প্রেস কনফারেন্সে রেজাল্ট প্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর ১০ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ছাত্র ছাত্রীরা রেজাল্ট চেক করতে পারবে। নোটিশে আরো জানানো হয়েছে যে শিক্ষার্থীদের সেই দিনই মার্কশিট ও মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করা হবে। নোটিশে কিছু ওয়েবসাইট এর নাম দেওয়া হয়েছে যার সাহায্যে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারে।


চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় 11 লাখ 26 হাজার 863 জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র 5 লাখ 59 জন এবং ছাত্রী 6 লাখ 26 হাজার 804 জন।‌4 হাজার 154টি পরীক্ষাকেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয়েছে।

কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর পরিস্থিতির সামান্য উন্নতি হতেই সরাসরি পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও প্রতি ক্ষেত্রেই কঠোরভাবে মানা হয় কোভিড বিধি। এবার সেই কারণই পরীক্ষার ফলের আগে বাড়তি আগ্রহ রয়েছে পড়ুয়াদের মধ্যে। বস্তুত, লাখ লাখ পড়ুয়ার জীবনের গতিপথ নির্ধারণ হবে এই পরীক্ষার ফলপ্রকাশের মধ্যে দিয়েই। জীবনের পরবর্তী পর্যায় কোন খাতে বইবে, তা অনেকটাই নির্ভর করে এই ফলাফলের উপরেই।




Post a Comment

0 Comments

Close Menu