বিষয় | আইসোগ্যামি | অ্যানাইসোগ্যামী |
---|---|---|
অংশগ্রহণকারী গ্যামেট | আকার, আয়তন ও অঙ্গসংস্থানগতভাবে এক, এরূপ দুটি গ্যামেট অংশ নেয়। | ভিন্ন আয়তন ও ভিন্ন চলন ক্ষমতাবিশিষ্ট দুটি গ্যামেট অংশ নেয়। |
গ্যামেটর পৃথকীকরণ | এক্ষেত্রে গ্যামেট গুলিকে মাইক্রো বা ম্যাক্রো গ্যামেট রুপে পৃথক করা যায় না | এক্ষেত্রে গ্যামেট গুলিকে মাইক্রো বা ম্যাক্রো গ্যামেট রুপে পৃথক করা যায় |
উদাহরণ | Spirogyra, Mucor | Chlamydomonus |
0 Comments