Ad Code

আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামীর পার্থক্য | Difference between isogamy and anisogamy

বিষয় আইসোগ্যামি অ্যানাইসোগ্যামী
অংশগ্রহণকারী গ্যামেট আকার, আয়তন ও অঙ্গসংস্থানগতভাবে এক, এরূপ দুটি গ্যামেট অংশ নেয়।  ভিন্ন আয়তন ও ভিন্ন চলন ক্ষমতাবিশিষ্ট দুটি গ্যামেট অংশ নেয়। 
গ্যামেটর পৃথকীকরণ এক্ষেত্রে গ্যামেট গুলিকে মাইক্রো বা ম্যাক্রো গ্যামেট রুপে পৃথক করা যায় না এক্ষেত্রে গ্যামেট গুলিকে মাইক্রো বা ম্যাক্রো গ্যামেট রুপে পৃথক করা যায়
উদাহরণ Spirogyra, Mucor Chlamydomonus

Post a Comment

0 Comments

Close Menu