বিষয় |
শোষন বর্নালি |
কার্য বর্নালি |
সংজ্ঞা |
আলোক বর্ণালির যে তরঙ্গদৈর্ঘ্যের আলোক কোনো একটি রঞ্জক শোষন করে তাকে ওই রঞ্জকের শোষন বর্নালি বলে |
আলোক বর্নালির যে তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষ পক্রিয়াটি সবচেয়ে বেশি সক্রিয় হয় বা সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয় তাকে সালোকসংশ্লেষের কার্য বর্নালি বলে। |
সংখ্যা |
কোনো রঞ্জকের শোষন বর্নালির সংখ্যা এক বা একাধিক হতে পারে |
সালোকসংশ্লেষের কার্য বর্নালির সংখ্যা দুটি - আলোক বর্নালির লাল(660-760 nm) ও নীল (430 - 470 nm ) অংশ। |
সালোকসংশ্লেষের সাথে সম্পর্ক |
শোষন বর্নালি মানেই তা সালোকসংশ্লেষের সাথে সম্পর্কিত |
কার্য বর্নালি সর্বদাই সালোকসংশ্লেষের সাথে সম্পর্কযুক্ত |
0 Comments