Ad Code

শোষন বর্নালি ও কার্য বর্নালির পার্থক্য | Difference between Absorption Spectrum and Action Spectrum

বিষয় শোষন বর্নালি কার্য বর্নালি
সংজ্ঞা আলোক বর্ণালির যে তরঙ্গদৈর্ঘ্যের আলোক কোনো একটি রঞ্জক শোষন করে তাকে ওই রঞ্জকের শোষন বর্নালি বলে আলোক বর্নালির যে তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষ পক্রিয়াটি সবচেয়ে বেশি সক্রিয় হয় বা সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয় তাকে সালোকসংশ্লেষের কার্য বর্নালি বলে।
সংখ্যা কোনো রঞ্জকের শোষন বর্নালির সংখ্যা এক বা একাধিক হতে পারে সালোকসংশ্লেষের কার্য বর্নালির সংখ্যা দুটি - আলোক বর্নালির লাল(660-760 nm) ও নীল (430 - 470 nm ) অংশ।
সালোকসংশ্লেষের সাথে সম্পর্ক শোষন বর্নালি মানেই তা সালোকসংশ্লেষের সাথে সম্পর্কিত কার্য বর্নালি সর্বদাই সালোকসংশ্লেষের সাথে সম্পর্কযুক্ত

Post a Comment

0 Comments

Close Menu