বিষয় |
ভর(mass) |
ওজন(weight) |
সংজ্ঞা |
কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তা হল সেই বস্তুর ভর। |
কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে বস্তুর ওজন বলে। |
রাশি |
ভর একটি স্কেলার রাশি |
ওজন হল একটি ভেক্টর রাশি। |
একক |
CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম( gm) ও SI তে একক কিলোগ্রাম (kg) |
CGS পদ্ধতিতে ওজনের একক ডাইন(dyn) ও SI পদ্ধতিতে একক নিউটন(newton) |
মাপনি যন্ত্র |
ভর মাপা হয় সাধারন তুলাযন্ত্র দিয়ে |
ওজন মাপা হয় স্প্রিং তুলা দ্বারা |
স্বকীয় ধর্ম |
ভরের মান অপরিবর্তনীয় |
ওজনের মান পরিবর্তনশীল |
গতির সৃষ্টি |
ভর জড়ত্বের পরিমাপ - এটি গতি পরিবর্তনে বাধা দেয় |
ওজন একটি বল হওয়ায় তা গতি সৃষ্টির চেষ্টা করে |
|
|
|
0 Comments