Ad Code

ভর ও ওজনের পার্থক্য

বিষয় ভর(mass) ওজন(weight)
সংজ্ঞা কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তা হল সেই বস্তুর ভর। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে বস্তুর ওজন বলে।
রাশি ভর একটি স্কেলার রাশি ওজন হল একটি ভেক্টর রাশি।
একক CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম( gm) ও SI তে একক কিলোগ্রাম (kg) CGS পদ্ধতিতে ওজনের একক ডাইন(dyn) ও SI পদ্ধতিতে একক নিউটন(newton)
মাপনি যন্ত্র ভর মাপা হয় সাধারন তুলাযন্ত্র দিয়ে ওজন মাপা হয় স্প্রিং তুলা দ্বারা
স্বকীয় ধর্ম ভরের মান অপরিবর্তনীয় ওজনের মান পরিবর্তনশীল
গতির সৃষ্টি ভর জড়ত্বের পরিমাপ - এটি গতি পরিবর্তনে বাধা দেয় ওজন একটি বল হওয়ায় তা গতি সৃষ্টির চেষ্টা করে

Post a Comment

0 Comments

Close Menu