Ad Code

তাপন মূল্য কি

 1 kg ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা 1 m3 আয়তন বিশিষ্ট (STP তে) কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ(শক্তি) উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। 

তাপন মূল্যের একক - কিলোজুল(KJ) / কেজি (Kg)

কয়লার তাপন মূল্য - (15000 - 34000)  KJ/ Kg

কোকের তাপন মূল্য -  (28000 - 31000) KJ/ Kg

চারকোলের তাপন মূল্য - 29600  KJ/ Kg

শুকনো কাঠের তাপন মূল্য -  ~17000 KJ/ Kg

পেট্রোলের তাপন মূল্য - 48000  KJ/ Kg

ডিজেলের তাপন মূল্য - 44800  KJ/ Kg

গ্যাসোলিনের তাপন মূল্য - 47300  KJ/ Kg

প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য - 52300  KJ/ Kg

বিউটেনের তাপন মূল্য -  49510 KJ/ Kg

হাইড্রোজেনের তাপন মূল্য - 150000  KJ/ Kg

Post a Comment

0 Comments

Close Menu