Ad Code

সূর্যের আলো এত বেশি হলেও পৃথিবী ও সূর্যের মাঝে মহাকাশ অন্ধকার কেন?

 আমরা তখনই কোনো বস্তু দেখতে পাই, যখন সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে। আমার  জানি, সূর্য ও অন্যান্য গ্রহ কিংবা গ্রহ থেকে অন্য গ্রহের মাঝে রয়েছে মহাশূন্য। অর্থাৎ এদের মাঝের মহাশূন্যে এমন কোনো কিছু নেই যার গায়ে সূর্যের আলোকপ্রাপ্তির মাধ্যমে আমরা দেখতে পাব। মহাকাশে কোনো বস্তু ধুলিকনা না থাকার করনেই আমরা তাকে দেখতে পাই না বলেই মহাকাশ কে অন্ধকার দেখায়।

Post a Comment

0 Comments

Close Menu