Ad Code

সুবেদী থার্মোমিটার কী | থার্মোমিটারের সুবেদীতা কাকে বলে

 সুবেদী থার্মোমিটার : উষ্ণতার সামান্য পরিবর্তনেও যে থার্মোমিটারের পারদসূত্র আয়তনে যথেষ্ট প্রসারিত হয় ও পাঠ নির্দেশ করে, তাকে সংবেদী থার্মোমিটার বলে।


থার্মোমিটারের সুবেদীতা : উষ্ণতার সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করার ক্ষমতাকে থার্মোমিটারের সুবেদীতা বলে।

Post a Comment

0 Comments

Close Menu