লীন তাপ( Latent Heat) : একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমান তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয়, তাকে পদার্থটির লীন তপ বা অবস্থান্তরের লীন তাপ বলে।
লীন তাপ গ্রহন বা বর্জনের ফলে পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাই, একে থার্মোমিটারে মাপা যায় না। এই জন্য এর নাম লীনতাপ ( লুকিয়ে থাকা তাপ)।
0 Comments