Ad Code

মিথেন হাইড্রেট কী / মিথেন হাইড্রেট থেকে কোন গ্যাস পাওয়া যায়

 মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ, যা জল অনু(H2O) দিয়ে গঠিত বরফের মতো। কেলাসের মধ্যে অধিক পরিমানে মিথেন(CH4) আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয়। 

সংকেত- CH4 • 5.7H2O বা 4CH4 • 23H2O

অবস্থান- মিথেন হাইড্রেট সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে।

কাজ: মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয় । ১ লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STP তে প্রায় ১৭০ লিটার মিথেন গ্যাস পাওয়া যায় ।


Post a Comment

0 Comments

Close Menu