মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ, যা জল অনু(H2O) দিয়ে গঠিত বরফের মতো। কেলাসের মধ্যে অধিক পরিমানে মিথেন(CH4) আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয়।
সংকেত- CH4 • 5.7H2O বা 4CH4 • 23H2O
অবস্থান- মিথেন হাইড্রেট সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে।
কাজ: মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয় । ১ লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STP তে প্রায় ১৭০ লিটার মিথেন গ্যাস পাওয়া যায় ।
0 Comments