Ad Code

ডেকান ট্র্যাপ (DeccanTrap)

 ডেকান ট্র্যাপ (DeccanTrap)


অর্থ  : ইংরেজি 'Deccan' শব্দের অর্থ দক্ষিণপ্রান্ত’ এবং সুইডিশ 'Trap' শব্দের অর্থ সিঁড়ির ধাপ।

সংজ্ঞা : উপদ্বীপীয় মালভূমির বিস্তৃত স্থান জুড়ে ধাপযুক্ত যে ভূমিভাগ দেখা যায় তাকে ডেকান ট্র্যাপ বলে।

সৃষ্টির কারণ : ক্রিটেসিয়াশ যুগে উপদ্বীপীয় মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বিস্ফোরণ ছাড়াই ভূপৃষ্ঠের ফাটল দিয়ে লাভা প্রবাহরূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে এবং কালক্রমে লাভা জমাট বেঁধে মালভূমির সৃষ্টি হয়। বহুকাল ধরে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম নির্গত হয়ে ক্ষয়কার্যের কারণে এই মালভূমি সিঁড়ির মতাে ধাপযুক্ত হয়ে পড়ে। তাই এই মালভূমি ডেকান ট্র্যাপ নামে পরিচিত। 

অবস্থান  : সমগ্র মহারাষ্ট্র ছাড়াও গুজরাট ও মধ্যপ্রদেশের অংশবিশেষ জুড়ে এই ভূপ্রকৃতি লক্ষ করা যায়।

বৈশিষ্ট্য : 

১. বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে মালভূমিটির বিষম ক্ষয়ের ফলে ওপরের অংশটি সমতল এবং পার্শ্বদেশ সিঁড়ির মতাে ধাপযুক্ত।  

২. ধাপগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু।

৩. নদীর ক্ষয়কার্যের ফলে ডেকান ট্র্যাপ অঞ্চলটি ব্যবচ্ছিন্ন হয়ে পড়েছে। 

৪. এই অঞ্চলে ঘন কালাে রঙের রেগুর মৃত্তিকা দেখা যায়। 

৫. এই অণ্ডলের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই (1646 মিটার)। 

৬. এখানকার পাহাড়ের মাথাগুলি চ্যাপটা। 

৭. ডেকান ট্র্যাপের লাভার গভীরতা পশ্চিম থেকে পূর্বে ও দক্ষিণে ক্রমশ কমতে থাকে।

Post a Comment

0 Comments

Close Menu