Ad Code

উবল মতবাদ/ Wobble hypothesis

উবল মতবাদ (Wobble Hypothesis) : 

উবল মতবাদের প্রবক্তা হলেন Francis Crick (1966)। এই মতবাদ অনুসারে, প্রতিটি কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস দ্বারাই প্রধানত অ্যামাইনো অ্যাসিডের সংকেত নির্ধারিত হয়, তৃতীয় নাইট্রোজেন বেসটির অ্যামাইনো অ্যাসিডের সংকেত নির্দেশে কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ, কোনো অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা নির্দেশিত হলে প্রথম দুটি নাইট্রোজেন বেস (কোড লেটার) সর্বদা অপরিবর্তিত থাকে, কেবলমাত্র তৃতীয় নাইট্রোজেন বেসটি পরিবর্তিত হয় কিন্তু এর জন্য কোডনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না, একে উবল মতবাদ বলে।

যেমন -

 GGU, GGC, GGA ও GGG কোডনগুলি গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। এই সমার্থক কোডনগুলির ক্ষেত্রে তৃতীয় নাইট্রোজেন বেস (কোড লেটার) পরিবর্তিত হলেও তারা গ্লাইসিনকেই সূচিত করে।

Post a Comment

0 Comments

Close Menu