উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো নিচের কথাটি কেন সব সময় ঠিক নয়-- 'কোন পদার্থের তাপ প্রয়োগ করলে সবসময়ই তার উষ্ণতা বৃদ্ধি পাবে'
উচ্চ অবস্থান্তর প্রক্রিয়া যেমন - গলন, বাষ্পীভবন ইত্যাদির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হওয়ার সময় তাপ সরবরাহ করলেও উষ্ণতা বৃদ্ধি হয় না। এক্ষেত্রে প্রদত্ত তাপ লীনতাপ হিসাবে শোষিত হয়, যা অনুগুলির আন্তঃআণবিক ব্যবধান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্য করে থাকে।
0 Comments