ক্ষরনে প্রকৃতি অনুযায়ী বহুকোটি গ্রন্থিগুলি 3 ধরনের হয়--
- হলোক্রাইন গ্রন্থি (Holocrine gland)
- অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine gland)
- মেরোক্রাইন গ্রন্থি (Merocrine gland)
✍ যে গ্রন্থির ক্ষরন পদার্থ নির্গত হওয়ার সময় কোশটি ফেটে যায় এবং মারা যায়, ফলে কোশের অভ্যন্তরস্থ সমস্ত বস্তু বাইরে নিক্ষিপ্ত হয়, তাকে হলোক্রাইন গ্রন্থি (Holocrine gland) বলে।
উদাহরণ:- সিবেসিয়াস গ্রন্থি
✍ যে গ্রন্থির ক্ষরন পদার্থ নির্গত হওয়ার সময় কোশের অগ্রভাগ সামান্য ফেটে গিয়ে ক্ষরন পদার্থ নির্গত হয় তাকে অ্যাপোক্রাইন গ্রন্থি(Apocrine gland) বলে । এতে কোশের মৃত্যু ঘটেনা।
উদাহরণ:- স্তনগ্রন্থি, গোবলেট কোশ।
যে গ্রন্থির ক্ষরন পদার্থ নির্গত হওয়ার সময় এক্সোসাইটোসিস পদ্ধতিতে নির্গত হয় এবং ক্ষরিত পদার্থ নির্গত হওয়ার ফলে কোশের কোনো ক্ষতি হয় না ও কোনো পরিবর্তন ঘটেনা, তাকে মেরোক্রাইন গ্রন্থি (Merocrine gland) বলে।
উদাহরণ:- লালাগ্রন্থি।
0 Comments