Ad Code

সিউয়েজ (Sewage) ও স্লাজ (Sludge) কি

 সিউয়েজ (Sewage) :- পয়ঃপ্রণালীর বর্জ্য বা সিউয়েজ হল পয়ঃপ্রণালীর জল বাহিত আবর্জনা, যা জলে দ্রবীভূত বা প্রলম্বিত অবস্থায় থাকে। এই আবর্জনায় মানুষসহ বিভিন্ন প্রাণীর মলমূত্র, শিল্পজাত বর্জ্য, কৃষিক্ষেত্রের দূষিত পদার্থ, গৃহস্থালীয় জঞ্জাল এবং বিভিন্ন রােগসৃষ্টিকারী অণুজীব থাকে।


স্লাজ (Sludge) :- পয়ঃপ্রণালীর জল পরিশােধন প্রক্রিয়া বা শিল্পজাত বর্জ্য পরিশােধন প্রক্রিয়ার ফলে উৎপন্ন অর্ধকঠিন অবশিষ্টাংশকে স্লাজ বলে।

Post a Comment

0 Comments

Close Menu