1. দন্ত ক্ষয় রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে দন্ত বিশেষজ্ঞ দ্বারা দাঁত পরিষ্কার করানো এবং মূখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
2. সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজা উচিত।
3. পরিমিত মাত্রায় সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করা উচিত।4. ভিটামিন A, B, C যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত।
5. দন্তমল নিয়মিত পরিষ্কার করা উচিত।
6. অ্যান্টিবায়োটিক গার্গল ব্যবহার করা উচিত।
0 Comments