1. আমাদের শরীরে রক্ত প্রতিটি কোষে প্রয়োজনীয় উপাদান যেমন - খাদ্য, জল, খনিজ পদার্থ, ভিটামিন প্রভৃতি পৌঁছে দেয়।
2. রক্তের মাধ্যমে প্রতিটি কলা কোষে যে পদার্থ দূষিত পদার্থ উৎপন্ন হয় সেগুলো রক্ত দেহের বাইরে বের করে দেয়।
3. রক্তের মাধ্যমে প্রতিটি কলা কোষে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় নিয়ন্ত্রিত হয়।
4. দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে রক্ত।
5. রক্ত অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে।
0 Comments