Ad Code

একলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে কেন

 একলিঙ্গ ফুল বলতে আমরা সেই সমস্ত ফুলকে বোঝাই যেসকল ফুলে পুং স্তবক অথবা স্ত্রীস্তবক বর্তমান। এই সমস্ত ফুলের ক্ষেত্রে স্বপরাগযোগ সম্ভব নয় কারণ একই ফুলের দুটি জনন স্তবক অনুপস্থিত, এক্ষেত্রে পরাগযোগ হতে গেলে একটি গাছের একটি ফুলের পরাগরেণু কে অন্য একই প্রজাতির বিপরীত লিঙ্গের ফুলে স্থানান্তরিত হতে হবে। এই ধরনের দুটি একই প্রজাতির দুটি আলাদা উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ যোগ কে বলে ইতর পরাগযোগ এভাবে একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগ ঘটে।

Post a Comment

0 Comments

Close Menu