Ad Code

গ্রীনহাউস ইফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না যুক্তিসহ সমর্থন করো

ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে উত্তপ্ত রেখে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত পরিবেশ গড়ে তােলার ক্ষেত্রে গ্রিনহাউস প্রভাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে একটি আবরণ সৃষ্টি করে যা সূর্য থেকে আগত অবলােহিত রশ্মিকে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত করে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। ফলে, ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডল এমন একটি উষ্ণতা সীমার মধ্যে (গড় উষ্ণতা 15°C) উত্তপ্ত থাকে যা পৃথিবীতে জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল। বায়ুমণ্ডলে উক্ত গ্যাসীয় উপাদানগুলি অর্থাৎ, গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত অবলােহিত রশ্মি মহাশূন্যে বিলীন হয়ে যেত। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের উয়তা –30°C-এ গিয়ে দাঁড়াত। বলাবাহুল্য যে, এই শীতল পরিবেশে ব্যাকটেরিয়া ও বিশেষ কিছু জীবাণু ছাড়া কোনাে উদ্ভিদ বা প্রাণীর জীবনধারণ সম্ভব হত না। ফলে, পৃথিবীতে জীবের অস্তিত্বই লােপ পেত।

Post a Comment

0 Comments

Close Menu