Ad Code

মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপ বেশি। একটি নির্দিষ্ট পরিমান জল ও মাটিতে সম পরিমান তাপ দিলে কোনটির উষ্ণতার মান বেশি হবে? ধরে নাও দুই ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতার মান একই আছে।

 জলের উষ্ণতা বেশি হবে। গৃহীত ও বর্জিত তাপের রাশিমালা Q=mst(m= বস্তুর ভর, s= বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ, ও t = উষ্ণতার পরিবর্তন) অনুসারে বলা যায় - জলের আপেক্ষিক তাপ মাটির থেকে বেশি হওয়ায় একই উষ্ণতা বৃদ্ধির জন্য জল মাটি থেকে বেশি পরিমান তাপ গ্রহণ করবে তাই জলের উষ্ণতা বেশি বৃদ্ধি পাবে।

Post a Comment

0 Comments

Close Menu