Ad Code

রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সমাধান মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান ক্লাসিফায়ার সাজেশন

 স্নায়ু তন্ত্র





বিভাগ --> ক

A. সঠিক উত্তর নির্বাচন কর

39. খ

40. ঘ

41. খ

42. গ

43. ঘ

44. গ

45. ক

46. ঘ

47. ঘ

48. ক

49. গ

50. খ

51. ক

52. ঘ

53. ঘ

54. গ

55. ক

56. ঘ

57. গ

58. ঘ

59. খ

60. গ

61. ঘ

62. গ

63. ক

64. ক

65. গ


বিভাগ--> খ


58. স্নায়ুতন্ত্র

59.নিউরোন

60. নিউরোনের কোশদেহ মিলিত হয়ে 

61. অ্যাক্সন 

62. ডেনড্রন 

63. অ্যাসিটাইল কোলিন 

64. ডেনড্রন 

65. স্নায়ুতন্তু কে অন্তরিত করে

66. নিউরোনের অ্যাক্সনে

67. নিউরোনের অ্যাক্সনে

68. স্নায়বিক উদ্দীপনা একটি নিউরোন থেকে অপর নিউরোনে প্রেরন করা

69. অ্যাসিটাইল কোলিন 

70. ট্রকলিয়ার 

71. মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড 

72. মস্তিষ্ক ও সুষুম্নাকান্ডের বাইরে

73. ভেগাস

74. 31 জোড়া 

75. CSF

76. করপাস ক্যালোসাম

77. ভারমিস

78. মস্তিষ্কের নিলয় ও সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় নালিকে নিউরোসিল বলে

79. সেরিব্রো স্পাইনাল ফ্লুইড 

80. মস্তিষ্কের নিলয় ও সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় নালিতে

81. গরম বস্তু তে হাত লাগলে তৎক্ষনাৎ হাত সরে যায় 

82. গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র, বহির্বাহী স্নায়ু,  কারক

83. অর্জিত প্রতিবর্ত ক্রিয়া 

84. অর্জিত প্রতিবর্ত ক্রিয়া 

85. অর্জিত প্রতিবর্ত ক্রিয়া 

86. অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে 

87. উপযোজনে সাহায্য করে 

88. ভিট্রিয়াস হিউমর

89. অক্ষিগোলকের যে বিন্দুতে  রেটিনা ও অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাকে বলে অন্ধবিন্দু।

90. অক্ষিগোলকের পেছনে কোরয়েড এর নীচে 

91. চোখে

92. চোখে 

93. প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ও চোখে আলো প্রবেশে সাহায্য করে 

94. অবতল লেন্স 

95. বাইফোকাল লেন্স 

96. হাইপারমেট্রোপিয়া


B. শূন্যস্থান পূরণ করো


11. নিউরোগ্লিয়া

12. সাইন্যাপস 

13. মেনিনজেস

14. উপযোজন 

15. পিতবিন্দু

16. ভিট্রিয়াস হিউমর

17. ছানি বা ক্যাটারাক্ট 

18. লাইসোজাইম 




C. সত্য মিথ্যা নির্বাচন 


15. সত্য 

16. সত্য 

17. সত্য 

18. সত্য 

19. মিথ্যা 

20. মিথ্যা 


D. স্তম্ভ মেলাও 


1.1. → (ঘ)


1.2. → (ক)


1.3. → (ছ)


1.4. → (চ)


1.5. → (খ)


1.6. → (গ)


1.7. → (জ)


1.8. → (ঝ)






2.1. → (ছ)


2.2. → (গ)


2.3. → (চ)


2.4. → (জ)


2.5. → (ক)


2.6. → (খ)


2.7. → (ঝ)


2.8. → (ঙ)


E. বিসদৃশ শব্দ চিহ্নিত করন 


7. পনস

8. অক্সিটোসিন

9. হাঁচি

10. ক্যাটারাক্ট 


F. সম্পর্ক নির্ধারণ 


5. একনেত্র দৃষ্টি 

6. ভারমিস

7. পনস


G. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে লেখ 


4. অগ্রমস্তিষ্ক

5. সহজাত প্রতিবর্ত ক্রিয়া

Post a Comment

0 Comments

Close Menu