প্রানী হরমোন
বিভাগ →ক
21. থাইরয়েড
22. STH
23. পেপসিন
24. ADH
25. পিটুইটারি
26. থাইরয়েড
27. ইনসুলিন
28. ADH
29. ইনসুলিন
30. ইনসুলিন
31. গ্লুকাগন
32. ইনসুলিন
33. ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
34. TSH দেহের উষ্ণতা বৃদ্ধি
35. অ্যাড্রিনালিন হার্দউৎপাদ কমায়
36. ইস্ট্রোজেন
37. থাইরক্সিন
38. GH
বিভাগ - খ
A. একটি বাক্যে উত্তর দাও
24. পিটুইটারি
25. অগ্ন্যাশয়
26. অ্যাড্রিনাল
27. ভ্যাসোপ্রেসিন
28. পশ্চাত পিটুইটারি
29. অগ্র পিটুইটারি
30. লিউটিনাইজিং হরমোন
31. ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন
32. অ্যান্টি ডাইইউরেটিক হরমোন
33. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
34. অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন
35. সোমাটোট্রপিক হরমোন
36. গোনাডো ট্রপিক হরমোন
37. থাইরক্সিন
38. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)
39. অ্যাড্রিনালিন
40. বৃক্কের উপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে
41. অ্যাড্রিনালিন
42. অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোন থেকে
43. ইনসুলিন ও গ্লুকাগন
44.
45. থাইরক্সিন এর কম ক্ষরন
46. গ্লুকাগন
47. অগ্র পিটুইটারি
48. শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে
49. FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন
50. প্রোজেস্টেরন
51. ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে
52. ইস্ট্রোজেন
53. LH
54. ADH
55. ইনসুলিন হরমোনের কম ক্ষরনে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে ডায়াবেটিস মেলিটাস
56. ADH হরমোনের কম ক্ষরনে বৃক্কীয় নালিকায় জলের শোষন ব্যাহত হওয়ায় ঘন ঘন লঘু মুত্র উৎপাদনকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস।
57. শিশুদের ক্রিটিনিজম ও বড়োদের মিক্সিডিমা হয়
B. শূন্যস্থান পূরণ:
7. হাইপোথ্যালামাস
8. থাইরক্সিন
9. গ্লুকাগন
10. অ্যাড্রিনালিন
C. সত্য মিথ্যা নির্বাচন করো
9. সত্য
10. সত্য
11. সত্য
12. মিথ্যা
13. সত্য
14. মিথ্যা
D. স্তম্ভ মেলাও
1.1. → (ঘ)
1.2. → (ক)
1.3. → (ছ)
1.4. → (চ)
1.5. → (খ)
1.6. → (গ)
1.7. → (জ)
1.8. → (ঝ)
2.1. → (ছ)
2.2. → (গ)
2.3. → (চ)
2.4. → (জ)
2.5. → (ক)
2.6. → (খ)
2.7. → (ঝ)
2.8. → (ঙ)
E. বিসদৃশ শব্দ চিহ্নিত করন
4. CSF
5. গ্লুকোজ বিপাক
6. থ্যালাসেমিয়া
F. সম্পর্ক নির্ধারণ
3. থ্যালামাস
4. বামনত্ব
G. নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে লেখ
3. অন্তক্ষরা গ্রন্থি
0 Comments