Ad Code

মাধ্যমিক 2017 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র।

২০১৭ সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র



                          Group - A                     1x15=15


1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখাে :

(i) প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? -

(a) মিথেন, (b) জলীয় বাষ্প, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) অক্সিজেন।

(ii) প্রদত্ত কোনটি চাপের SI একক? -

(a) Nm², (b) Nm⁻², (c) Nm, (d) N

(iii) একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32; প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন? – (a) ৪, (b) 16, (c) 32, (d) 64

(iv) প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? –

(a) উয়তা, (b) দৈর্ঘ্য, (c) উপাদানের প্রকৃতি, (d) প্রস্থচ্ছেদ।

(v) দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? – (a) f = 2r, (b) f =r/2 (c) f = r/3, (d) f =3r/2

(vi) প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলাে প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি ?

(a) লাল, (b) হলুদ, (c) বেগুনি, (d) সবুজ।

(vii) নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোন্‌টি? –

(a) কুলম্ব • সেকেন্ড, (b) ভােল্ট • ওহম-1, (c) ভােল্ট • ওহম, (d) ভােল্ট -1 • ওহম।

(viii) প্রদত্ত কোনটির রােধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? – (a) পরিবাহী, (b) অর্ধপরিবাহী, (c) অতি পরিবাহী, (d) অন্তরক।

(ix) প্রদত্ত কোটি α,β,γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? – (a) α > β > γ, (b) α> γ> β, (c) γ > β > α, (d) β > α> γ

(x) প্রদত্ত কোটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? – (a) K, (b) H, (c) Li, (d) Na

(xi) নীচের কোটিতে সমযােজী বন্ধন বর্তমান ?

(a) হাইড্রোজেন ক্লোরাইড, (b) সােডিয়াম ক্লোরাইড, (c) লিথিয়াম হাইড্রাইড, (d) ক্যালশিয়াম অক্সাইড।

(xil) প্রদত্ত কোন্‌টি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িবিশ্লেষ্য? – (a) CH₃COOH, (b) NaOH, (c) H₂SO₄ (d) NaCl

(xiii) প্রদত্ত কোন্‌টি আর্দ্র অ্যামােনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? – (a) গাঢ় H₂SO₄, (b) P₂O₅, (c) CaO, (d) CaCl₂,

(xiv) প্রদত্ত কোন্‌টি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? – (a) বক্সাইট, (b) হিমাটাইট, (c) ম্যালাকাইট, (d) চ্যালকোপাইরাইট।

(v) প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? – (a) -OH, (b) -CHO, (c) C=O, (d) -COOH


Group - B



2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                 1 x 21 = 21

(i) শূন্যস্থান পূরণ করাে : ট্রপােস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা________

অথবা, ভূ-উম্লতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করাে।

(ii) UV রশ্মির প্রভাবে ক্লোরােফ্লুরােকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়ােজিত করে দেয়?

(ii) প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখাে : একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO₂ ও N₂ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক।

(iv) বয়েলের সূত্র অনুসারে, অপরিবর্তিত উয়তায় নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখাে।

(v) তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?

অথবা, তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী?

(vi) আলােকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

(vii) কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়?

(vill) যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে?

(ix) 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভােল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?

(x) তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে β-কণা নির্গত হয়?

অথবা ²³⁸U₉₂ থেকে α-কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত?

(xi) বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করাে :

বামস্তম্ভ                                       ডানস্তম্ভ

(a) একটি সন্ধিগত মৌল                    (i)  অ্যালুমিনিয়াম

(b) একটি ইউরেনিয়ামােত্তর মৌল      (ii)  নিকেল

(c) থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায়

 Fe₂O₃-কে বিজারিত করে                (iii)  টিন

(d) ধাতু সংকর কাঁসাতে উপস্থিত।     (iv) প্লুটোনিয়াম


(xii) F, অণুর লুইস-ডট চিত্র অঙ্কন করাে। (F = 9)

(xii) বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যােগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?

অথবা, কোনাে তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?

(xiv) Cu-তড়িদ্বার ব্যবহার করে CuSO₄-এর জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথােডের দিকে ধাবিত হয়?

(xv) লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালাে রং-এর অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখাে।

অথবা, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয়?

(xvi) ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়। একটি অ্যামােনিয়া, অপরটি কী?

(xvii) পলিভিনাইল ক্লোরাইড-এর একটি ব্যবহার উল্লেখ করাে।

(xviii) CH₃CH₂CH₂OH-এর IUPAC নাম লেখাে৷

অথবা, CH₃CH₂OH-এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখাে।


Group-C


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।                          2×9=18

(i) কোনাে জ্বালানির তাপনমূল্য বলতে কী বােঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ?

(ii) STP-তে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন 52 m³ হলে, অপরিবর্তিত উয়তায় 104 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে?

অথবা, 4 atm চাপে ও 300K উষ্ণতায় ৪g H₂ গ্যাসের (H = 1) আয়তন কত হবে? (R = 0.082 L.atm-mo⁻¹K⁻¹)

(iii) কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাের বেগের ওপর কীভাবে নির্ভর করে?

অথবা, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?

(iv) ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করাে।

(v) চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সােডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন?

অথবা, সােডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সংগত কেন?

(vi) ন্যাপথলিন ও সােডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করাে : গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা।

(vii) কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখাে। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখাে।

(viii) জিংক অক্সাইড থেকে কীভাবে জিংক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণসহ লেখাে।

অথবা, CuSO₄-এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরাে যােগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে, এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

(ix) ইথিলিন-এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে, এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। 

অথবা, ডিনেচার্ড স্পিরিট কী?


Group -D


4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                       3×12=36

i) গ্যাস সংক্রান্ত চার্লস-এর সূত্রটি বিবৃত করাে এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t) সাহায্যে প্রকাশ করাে। (2+1)

(ii) অ্যামােনিয়াম সালফেটকে কস্টিক সােডা দ্রবণসহ উত্তপ্ত করে 6.8g অ্যামােনিয়া উৎপন্ন করতে কত গ্রাম আমােনিয়াম সালফেট প্রয়ােজন হবে? (H = 1, N = 14, O = 16, S = 32)

অথবা, CaCO₃-এর সঙ্গে লঘু HCI-এর বিক্রিয়ায় CaCl₂, CO₂, ও H₂O উৎপন্ন হয়। 50.0g CaCO₃, থেকে 55.5g CaCl₂, 22.0g CO₂, ও 9.0g H₂O উৎপন্ন করতে কত গ্রাম HCI-এর প্রয়ােজন হবে? প্রয়ােজনীয় HCI-এর মােলসংখ্যা কত? (H = 1, Cl = 35.5) (2+1)

(l) স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? (2+1)

অথবা, তাপ পরিবহণ ও তড়িৎ পরিবহণের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করাে। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখাে। (2+1)

(iv) আলােকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করাে। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখাে। (2+1)

(v) অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করাে।

অথবা, একটি আলােকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়। দেখাও যে, চ্যুতিকোণের মান : δ = i₁ + i₂- A (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)

(vi) তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখাে। পরিবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বােঝায়? (2+1)

(vii) 440Ω রােধের বাতিকে 220V মেইনসে 10 ঘণ্টার জন্য যুক্ত করা হল। ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করাে।

অথবা, 6Ω রােধের ধাতব তারকে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রােধ কত হবে?

(viii) ভরত্রুটি বলতে কী বােঝায়? নিউক্লিয় সংযােজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? (2+1)

(ix) মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বােঝায় একটি উদাহরণসহ লেখাে। একটি ধর্মের উল্লেখ করাে যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়। (2+1)

অথবা, মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কী বােঝায়? উপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায়-সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ? (2+1)

(x) তড়িবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানাের জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িবিশ্লেষণের সময় ক্যাথােড ও অ্যানােডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় ? (1+2)

(xi) স্পর্শ পদ্ধতিতে SO₂ থেকে SO₃-এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণটি লেখাে। উৎপন্ন SO₃ থেকে কীভাবে H₂SO₄ প্রস্তুত করা হয়? (2+1)

(xii) অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখসহ সমিত রাসায়নিক সমীকরণটি লেখাে। LPG-র একটি ব্যবহার উল্লেখ করাে। (2+1)

অথবা, কীভাবে পরিবর্তিত করবে : CH₃CH₂OH → CH₂ = CH₂ । প্রকৃতিতে জৈব পলিমার প্রােটিনের বায়ােডিগ্রেডেশন হয় কীভাবে? (2+1)


Post a Comment

0 Comments

Close Menu