উত্তমর্ণ শব্দের অর্থ হল যে ঋণ দেয়, মহাজন বা ইংরেজিতে বলে Money lender.
অধমর্ণ শব্দের অর্থ হল ঋণী, দেনাদার, এবং ইংরেজিতে debtor বলে।
যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমর্ণ এবং যে ব্যাক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়।
উদাহরণ -
যখন কোন ব্যক্তি পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ এবং ওই পোস্ট অফিস ব্যাংক অধমর্ণ, তাই পোস্ট অফিস বা ব্যাংক জমা টাকার উপর সুদ দেয়।
আবার যখন কোন ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করেন তখন ওই ব্যক্তি হলেন অধমর্ণ এবং ব্যাংক সমবায় সমিতি হল উত্তমর্ণ তাই ওই ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতিকে সুদ দেন।
0 Comments