Ad Code

ভুতুড়ে লোহিত রক্ত কণিকা | Ghost red blood cell(RBC)

লোহিত রক্ত কণিকাকে যখন লঘুসারক দ্রবণে রাখা হয় তখন লোহিত কণিকার মধ্যে জল প্রবেশ করে ফলে কণিকা ফুলে ফেটে যায় ও তার মধ্যে থাকা হিমোগ্লোবিন বাইরে বেরিয়ে আসে। এই অবস্থায় হিমোগ্লোবিন ব্যতীত শুধু লোহিত রক্ত কণিকার কোষপর্দা পড়ে থাকে, একে ভুতুড়ে লোহিত রক্ত কণিকা বলে।


Post a Comment

0 Comments

Close Menu