Ad Code

কি উদ্দেশ্যে দামোদর ভালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?

দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC স্থাপন করা হয়েছিল যে উদ্দশ্যে সেগুলো হলো

1. বন্যা নিয়ন্ত্রণ - বর্ষাকালে বৃষ্টির জল যাতে নিকটবর্তী অঞ্চলে প্লাবন তৈরি করতে না পারে তার জন্য এই DVC তৈরী করা হয়।

2. বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ - সঞ্চিত জল এর গতিবেগ কে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা এর এর একটি উদ্দেশ্য।

3. কৃষিকাজ:- ধরে রাখা জল পার্শ্ববর্তী এলাকায় চাষবাসের কাজে ব্যাবহার করা এর একটি বিশেষ উদ্দেশ্য।

4. এছাড়া  বনসৃজন এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নতি ছিল এর উদ্দেশ্যে।


Post a Comment

0 Comments

Close Menu