প্রকৃতিতে কিছু মৌল আছে যাদের একাধিক যোজ্যতা দেখা যায়। একে পরিবর্তনশীল যোজ্যতা বলে।
এইসকল মৌলের যোজ্যাতার দুটি স্তর দেখা যায়। অপেক্ষাকৃত কম যোজ্যত দ্বারা গঠিত যৌগকে আস যৌগ এবং অপেক্ষাকৃত বেশি যোজ্যতা যুক্ত যৌগাকে ইক যৌগ বলে।
উদাহরণ-- কপার মৌল (১) ও (২) এই দুটি যোজ্যতা স্তর প্রদর্শন করে। যেসব কপার ঘটিত যৌগে কপার ১ যোজ্যতা প্রদর্শন করে, তাদের কিউপ্রাস যৌগ বলে। যেমন Cu2O, CuCl
যেসব কপার ঘটিত যৌগে কপার ২ যোজ্যতা প্রদর্শন করে, তাদের কিউপ্রিক যৌগ বলে। যেমন CuO, CuCl2
0 Comments