Ad Code

শূণ্যযোজী মৌল কি

যেসব মৌলের যোজ্যতা শূন্য তাদের শূণ্যযোজী মৌল বলা হয়। 

নিষ্ক্রিয় গ্যাস গুলি অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা যুক্ত হতে চায় না। তাই তাদের যোজ্যতা শূন্য ধরা হয়, এই কারণে এদের শূন্যযোজী মৌল বলে।

উদাহরণ:- হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন।


Post a Comment

0 Comments

Close Menu