শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি হল
1. সুস্বাস্থ্য লাভ করা।
2. শারীর শক্ষার বিভিন্ন ক্রিয়াকলাপে অংশগ্রহনের মাধ্যমে শারীরিক পটুত্ব অর্জন করা।
3. সুঅভ্যাস গড়ে তোলা।
4. শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জন করা।
5. দৈনন্দিন শরীরচর্চার মাধ্যমে শিশুর চরিত্রের ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো।
6. শিশুর বিভিন্ন সৃজনশীল গুণের বিকাশ ঘটানো।
7. বিভিন্ন দলগত শরীরচর্চা ও খেলাধূলার মাধ্যমে শিশুর মধ্যে সহযোগিতা, সহনশীলতা প্রভৃতি সামাজিক গুণাবলীর বিকাশসাধন করা।
8. শিশুর দেহের স্নায়ু এবং মাংসপেশীর সমন্বয় সাধন করা।
0 Comments