Ad Code

ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে

 কোন কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে, শর্টসার্কিট হলে বা লাইনের সঙ্গে খুব বেশি যন্ত্র যুক্ত করলে, অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে লাইন তার ও তারের রবারের আবরণ গলে যায় ও কাছাকাছি থাকা কোন দাহ্য বস্তুতে আগুন লেগে যেতে পারে। এই রকম দুর্ঘটনা দূর করার জন্য ফিউজ তার লাইনে যুক্ত করা হয়। এই তারের গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি। গলনাঙ্ক কম হওয়ায় ফিউজ তার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। তড়িৎ প্রবাহমাত্রা ওই নির্দিষ্ট সীমার বেশি হলেই ফিউজ তারে যে তাপ উৎপন্ন হয় সেই তাপে ফিউজ তার গলে গিয়ে লাইনে সংযোগ বিচ্ছিন্ন করে। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই লাইনে আগুন ধরার সম্ভাবনা থাকে না।

Post a Comment

0 Comments

Close Menu