কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুনফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী(Conjugate surd) বলা হয়।
(7+√2) মিশ্র দ্বিঘাত করনীর অনুবন্ধী করণী (7-√2) , কিন্তু (-7+√2) উৎপাদকটি অনুবন্ধী করণী নয়। যদিও এটি প্রদত্ত করণীর একটি করণী নিরসক উৎপাদক।
কারন, 7+√2 + 7-√2 = 14 ( মূলদ সংখ্যা)
আবার, (7+√2)(7-√2)=(7)^2 - (√2)^2= 49-2= 47 ( মূলদ সংখ্যা)
কিন্তু (7+√2)+(-7+√2)=7+√2 - 7+√2 = 2√2 ( অমূলদ সংখ্যা)
0 Comments