পর্বতের মাথায় খুব ঠান্ডা থাকে কারন এটি খুব উচ্চতায় অবস্থিত। আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা কমে যায়।তাই পর্বতের মাথায় খুবই ঠাণ্ডা হয়। যখন বিভিন্ন জলাশয় যেমন পুকুর, খাল, বিল, নদী, সমুদ্র প্রভৃতির জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে আসে ও পর্বতের মাথায় পৌঁছায় তখন ঔ অঞ্চলের খুব ঠান্ডা পরিবেশের জন্য জল ঘনীভূত হয়ে বরফে পরিনত হয়। এবং সেই বরফ পর্বতের মাথায় জমা হয়।
0 Comments