Ad Code

করণী নিরসক উৎপাদক ও করণী নিরসন

করণী নিরসন ও করণী নিরসক উৎপাদক কাকে বলে 

কোনো করণীর সঙ্গে অথবা একাধিক করণীর যোগ বা বিয়োগ দ্বারা গঠিত অমূলদ সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুন করে গুনফলটি করণীমুক্ত করা অর্থাৎ একটি মূলদ সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকে করণী নিরসন ( Rationalisation) বলে এবং ওই উৎপাদকটিকে ওই করণীর অথবা ওই অমূলদ সংখ্যার করণী নিরসক উৎপাদক ( Rationalising Factor) বলা হয় ।

(√a-√b) অমূলদ সংখ্যাটির করণী নিরসক উৎপাদক (√a+√b) অথবা (-√a-√b)

Post a Comment

1 Comments

  1. অনুবনধী করনী কি উদাহারন সহ

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu