বংশগতি ও বিভেদের সম্পর্ক কি?
Ans...
বংশগতি ও বিভেদের সম্পর্ককে একটি শব্দে প্রকাশ করলে তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স (Genetics) বলা হয়।
জেনেটিক্স (Genetics):- জীব বিজ্ঞানের যে শাখায় জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বংশপরম্পরায় সঞ্চারন পদ্ধতি ও প্রকরণ বা ভেদ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স (Genetics) বা বংশগতিবিদ্যা বলা হয়।
বিঞ্জানী বেটসন(Bateson, 1905) সর্বপ্রথম 'Genetics 'শব্দটি ব্যবহার করেন।
0 Comments