প্যালভিনাসে কোন কোশ থাকে?
উত্তর- প্যারেনকাইমা কোশ থাকে।
ব্যাখ্যা
☆সংবেদনশীল উদ্ভিদের পত্রবৃন্তের গোড়ায় প্যাডের মতো যে স্ফীত অংশ দেখা যায় তাকে প্যালভিনি (একবচনে - প্যালভিনাস) বলে।
☆এগুলি প্রচুর পরিমাণে জল ধারন করতে পারে।
প্যালভিনাসের মাঝ বরাবর সংবহন কলা থাকে। ☆সংবহন কলার উপরে পুরু প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোশ ও নীচে পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোশ বা মোটর সেল থাকে।
☆জল ধারন করে প্যালভিনি স্ফীত হয়ে যায় ও জল ত্যাগ করে প্যালভিনি সংকুচিত অর্থাৎ শিথিল হয়ে যায়।
☆স্পর্শ উদ্দীপনা তে মোটর কোশ থেকে পটাশিয়াম আয়ন(K+) নির্গত হয়, ফলে কোশ থেকে জল কোশান্তর স্থানে বেরিয়ে যায়।
0 Comments