Ad Code

মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সুত্রের ব্যাতিক্রম

 মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সুত্রের ব্যাতিক্রম গুলো কি কি ? 

Ans...

মেন্ডেলের প্রথম সুত্রের ব্যাতিক্রম হল - অসম্পূর্ণ প্রকটতা ও সহ প্রকটতা।

মেন্ডেলের দ্বিতীয় সুত্রের ব্যাতিক্রম হল- লিঙ্কেজ

মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার মাধ্যমে দুটি সুত্র পাওয়া যায়- ১) প্রকটতার সুত্র

                    ২) পৃথকীকরনের সুত্র

এই দুটি সুত্রের মধ্যে প্রকটতার সুত্রের ব্যাতিক্রম বর্তমান।এই ব্যাতিক্রমের সংখ্যা হল দুটি যথা অসম্পূর্ণ প্রকটতা ও সহ প্রকটতা। অপর পক্ষে পৃথকীকরনের সুত্রের কোনো ব্যতিক্রম নেই। 

মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষা থেকে একটি সুত্র পাওয়া যায় যেটি হল - স্বাধীন বিন্যাস সুত্র।

এবং এই সুত্রের ও একটি ব্যাতিক্রম দেখা যায় যাকে  লিঙ্কেজ বলা হয়।


Post a Comment

0 Comments

Close Menu