Ad Code

A ক্রোমোজোম ও B ক্রোমোজোম বা সুপারনিউমেরারী কি/ What is A chromosome and B chromosome or Supernumerary chromosome

A ক্রোমোজোম ও B ক্রোমোজোম বা সুপারনিউমেরারী

বিঞ্জানী Randloph কিছু উদ্ভিদ কোশ পরীক্ষার সময় স্বাভাবিক ক্রোমোজোম ক্যারিওটাইপ ছাড়াও কিছু অতিরিক্ত অস্বাভাবিক ক্রোমোজোম লক্ষ্য করেন। স্বাভাবিক ক্রোমোজোমগুলিকে A ক্রোমোজোম হিসাবে গন্য করেন ও অতিরিক্ত ক্রোমোজোমগুলিকে B ক্রোমোজোম নামকরন করেন।

B ক্রোমোজোমগুলিকে সুপারনিউমেরারী ক্রোমোজোম ও বলা হয়। 

i). B ক্রোমোজোম সাধারণত হেটারোক্রোমাটিন দ্বারা গঠিত এবং কোনো জিন বহন করে না।

ii).  মিওসিস কোশ বিভাজনের সময় এরা A ক্রোমোজোমের সাথে জোড় বাঁধে না। 

iii). এরা মেন্ডেলিয়ান বংশগতি মান্য করে না এবং অনিয়মিত ভাবে বংশপরম্পরায় সঞ্চারিত হয়।

iv). এদের উপস্থিতি বা অনুপস্থিতি জীবের বৈশিষ্ট্যে কোনো প্রভাব সৃষ্টি করে না। 

v). এদের আকার খুবই ছোট 

vi). এরা সম্ভবত স্বাভাবিক ক্রোমোজোম থেকেই সৃষ্টি হয়।

Ex. B ক্রোমোজোম সাধারণত উদ্ভিদে দেখা যায়। এছাড়া কিছু প্রানী যেমন পতঙ্গ, শামুক, ইত্যাদি তে পাওয়া যায়।




Post a Comment

0 Comments

Close Menu